রাজধানীর আবদুল্লাহপুরে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সরকার পতনের এক দফা ও একতরফা তফসিল বাতিলের দাবিতে বিএনপির সপ্তম দফার অবরোধ শুরুর আগের রাতে এই আগুন দেওয়ার ঘটনা ঘটলো।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুন দেওয়ার বিষয়ে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হক সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “আবদুল্লাহপুরে বিআরটিসির যাত্রীবাহী দ্বিতল বাসের ওপরের তলায় দুর্বৃত্তরা আগুন দেয়। তখন গাড়ির চালকসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির তিনটি সিট পুড়ে গেছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সড়কের আশপাশের ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে।”