Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভূমিকম্প: হুড়োহুড়ি করে নামতে গিয়ে কুমিল্লায় দুই শতাধিক পোশাক শ্রমিক আহত

আহতের সংখ্যা আরও বাড়তে পারে

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০১:০৫ পিএম

কুমিল্লায় ভূমিকম্পে আতঙ্গে হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুই শতাধিক পোশাক শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌদ্দগ্রাম উপজেলার ছুপুয়া এলাকায় অবস্থিত আমির শার্ট গার্মেন্টে এ ঘটনা ঘটে। বেশিরভাগ আহতদের করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া।

তিনি বলেন, “আহতদের সেবায় আমাদের একাধিক টিম কাজ করছে। এ পর্যন্ত কতজন ভর্তি হয়েছেন সেটার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে এ সংখ্যা দুই শতাধিক হবে। এছাড়া একের পর এক আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে কেউ গুরুতর আহত হয়নি।”

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, “আমরা এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।”

এর আগে, শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে দেশের বিভিন্ন স্থানে ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

About

Popular Links