Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

উত্তরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রিতে

শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জবুথবু হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ এএম

মৌসুমের শুরুতেই দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। গত সপ্তাহের শেষ দুইদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পরে তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। সঙ্গে যুক্ত হয়েছে ঘন কুয়াশা। এতে করে দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।

এ অবস্থায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে।

রবিবার (১০ ডিসেম্বর), সকাল ৬টায় দিনাজপুরে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭%

তাপমাত্রা কমায় ব্যস্ততা বেড়েছে জেলার লেপ-তোশকের দোকানে। পাশাপাশি বিভিন্ন গরম কাপড়ের দোকানেও বিক্রি বেড়েছে। তবে কাজে যেতে বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষেরা। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জবুথবু হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ।

শীত নিবারণের জন্য মধ্যবিত্ত পরিবারগুলো আগাম প্রস্তুতি গ্রহণ করলেও নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষগুলো শীতবস্ত্র সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

About

Popular Links