রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে ছুরিকাঘাতে সালমা (৩৫) নামে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন রাবেয়া (৩৫) নামে আরও এক নারী।
রবিবার সন্ধ্যায় কুতুবখালীতে এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা ইউএনবির একটি খবরে উল্লেখ করা হয়েছে। তারা ওই এলাকার একটি ফ্ল্যাটের চতুর্থ তলায় থাকতেন বলে জানা যায়।
যাত্রাবাড়ী থানার ওসি ওয়াজেদ আলী জানান, কয়েকজন দুর্বৃত্ত সন্ধ্যা সাড়ে ৬টায় বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সালমা নিহত হন।
ওসি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত অন্য নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, "হামলার কারণ পরিষ্কার নয়"।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, "হতাহতরা ওই ফ্ল্যাটে লিভ টুগেদার করতেন। কোনো জঙ্গি গোষ্ঠী হামলায় জড়িত কিনা তা তদন্ত করা হচ্ছে।"