মৌসুম পরিবর্তনের কারণে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) বুলেটিনে বলা হয়েছে, “মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু অংশে মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত বিএমপি বুলেটিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আপাতত অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা নওগাঁর বদলগাছীতে ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা একদিন আগে ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।