Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে একজনের মৃত্যু

সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:২৯ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সুরভী-৮ ও টিপু-১৪ নামে দুই লঞ্চের সঙ্গে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল ভোলার চরফ্যাসন উপজেলার বাসিন্দা। 

শাফায়েত আহমেদ রাজীব নামে সুরভী-৮ এর এক যাত্রী জানান, মেঘনা নদীর হাইমচর নামক স্থানে পৌঁছালে হঠাৎ সংঘর্ষে লঞ্চটি কেঁপে ওঠে। দুই লঞ্চের পাশের অংশে এই সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়। 

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

তবে বারবার চেষ্টা করেও টিপু-১৪ লঞ্চের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

বিআইডব্লিউটিএর ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় ভোলার ইলিশা থেকে ঢাকার পথে সুরভী-৮ লঞ্চ রওনা দেয়। অন্যদিকে টিপু-১৪ লঞ্চ ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়ার দিকে যাচ্ছিল। রাত পৌনে ১টায় চাঁদপুরের হাইমচরে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের সংঘর্ষ হয়। এতে সুরভী লঞ্চের একজন নিহত হয় ও লঞ্চটির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টিপু লঞ্চটি ইলিশায় ফিরে আসে। আর সুরভী লঞ্চ ঢাকায় পৌঁছেছে। ঘন কুয়াশায় দুই লঞ্চের এ সংঘর্ষ হয়।

About

Popular Links