Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

মেট্রোরেলের পিলারে বাসের ধাক্কা

দুই বাসের রেষারেষির সময় একটি মেট্রোরেলের পিলারে ধাক্কা দেয়

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম

ঢাকার তোপখানা রোড এলাকায় দুইটি বাস রেষারেষি করতে গিয়ে একটি মেট্রোরেলের পিলারে ধাক্কা দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনের নিচের একটি পিলারে এটি ধাক্কা দেয়।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুরানা পল্টন থেকে ছেড়ে আসা হাইকোর্ট অভিমুখী মালঞ্চ ও বিহঙ্গ বাস প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনের নিচে প্রতিযোগিতা করে যাওয়ার সময় একে অপরের সঙ্গে ধাক্কা লাগলে বিহঙ্গ পরিবহনের বাসটি পিলারে ধাক্কা খায়।

তবে মিনিটখানেকের মধ্যেই বাসটি ওই স্থান ত্যাগ করে।

ঘটনার সময় উপস্থিত একজন পথচারী সোহেল বলেন, “নিজেরাই ঠেলাঠেলি করে পিলারে ধাক্কা লাগিয়েছে।”

   

About

Popular Links

x