ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বাহাদুর শাহ পার্কের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাসটির চালক রাসেল মিয়া সংবাদমাধ্যমকে জানান, সাভার থেকে যাত্রী নিয়ে সদরঘাটে যাচ্ছিল বাসটি। কবি নজরুল কলেজের সামনে পৌঁছানো পর যাত্রী নামাতে বাসটি দাঁড়ালে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন। পরে আশপাশের মানুষ আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। স্থানীয়রাই আগুন নিভিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটলো তার খোঁজ নিচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।”
বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এক বছরেরও বেশি সময় ধরে কর্মসূচি পালন করে আসছে মাঠের বিরোধী দল বিএনপি। হামলা ও সংঘর্ষের ঘটনায় গত ২৮ অক্টোবর দলটির ঢাকার মহাসমাবেশ পণ্ড হয়। এরপর থেকেই হরতাল-অবরোধে ফেরে দলটি। আজ দলটির ১১ দফার ৩৬ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে।
হরতাল-অবরোধে বিএনপির নেতাকর্মীদের মাঠে তেমন সক্রিয় দেখা যায়নি। অধিকাংশ নেতা আত্মগোপনে ও শীর্ষ কয়েকজন নেতা জেলে থাকায় দলটির মুখপাত্র রুহুল কবির রিজভী অজ্ঞাত স্থান থেকে কর্মসূচি ঘোষণা করে আসছেন। কর্মসূচির দিনে গুটিকয়েক নেতাকর্মীকে নিয়ে ঝটিকা মিছিল করতে দেখা যায় তাকে।
বিএনপি হরতাল-অবরোধে ফেরার পর দেশে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। পুলিশের ভাষ্যমতে, এসব যানবাহনে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অবরোধ ও হরতাল চলাকালে ২৭০টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। যানবাহনগুলোর মধ্যে রয়েছে- ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৭টি অন্যান্য পরিবহন।