মুন্সিগঞ্জের টংগিবাড়ীর উহাসাইল খেয়াঘাট সংলগ্ন গৌরগঞ্জ খালে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- ট্রলারের যাত্রী শিপা আক্তার (১৫) ও ফাইজা (৬)। তবে ট্রলারে কতজন যাত্রী ছিলেন, তা নিশ্চিত করে জানাতে পারেনি কেউ।
শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান বলেন, “হাসাইল খেয়াঘাট থেকে তালতলা গৌরগঞ্জে যাওয়ার পথে যাত্রীবাহী একটি ট্রলারকে ধাক্কা দেয় বালুবোঝাই বাল্কহেড। এতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীরা।”
তিনি আরও বলেন, “ট্রলারে কতজন যাত্রী ছিলেন, কেউ নিখোঁজ আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বাল্কহেডটি আটক করা হয়েছে।”
টংগিবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার আতিকুর রহমান বলেন, “কতজন নিখোঁজ আছেন এখনো নিশ্চিত হতে পারিনি। নারায়ণগঞ্জ থেকে ডুবুরি দল আনার ব্যবস্থা করা হচ্ছে। ডুবুরি দল এলে উদ্ধার অভিযান শুরু হবে।”