নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) নগরীর হামিদ ম্যানশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান তাকে ১৫,০০০ টাকা জরিমানা করেন।
আনিসুর বলেন, “নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পোস্টার দড়ি দিয়ে টাঙাতে হবে। কিন্তু মাশরাফির পোস্টার দেয়াল ও বৈদ্যুতিক পোলে লাগানো ছিল। এ কারণে মাশরাফির সঙ্গে আরও তিন প্রার্থীকে জরিমানা করা হয়।”