Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

বেবিচক চেয়ারম্যানের চাকরির মেয়াদ বাড়ল আরও ৬ মাস

জনস্বার্থে তার চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সরকার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫ এএম

দ্বিতীয় দফায় আরও ছয় মাস বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের চাকরির মেয়াদ বাড়িয়েছে সরকার। এর আগে তার চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছিল।

বুধবার (২৭ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মঞ্জুরুল করিম সরকারের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর অ্যাক্ট রুলস ১৯৫৭-এর রুল ২৪ (৭) অনুযায়ী, বিমানবাহিনীর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানের চাকরির মেয়াদ জনস্বার্থে ২০২৩ সালের ৩০ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ ছয় মাস বৃদ্ধি করা হলো।

২০১৯ সালের ১৮ জুন বেবিচক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মফিদুর রহমান। 

মফিদুর রহমান ১৯৮৫ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে ফাইটার পাইলট হিসেবে কমিশন লাভ করেন। চাকরিজীবনে ঢাকায় বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটি এবং চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়া, ন্যাশনাল ডিফেন্স কলেজের সশস্ত্র বাহিনীর ওয়ার কোর্স উইংয়ে ডিরেক্টিং স্টাফ হিসেবেও কাজ করেছেন মফিদুর রহমান।

About

Popular Links