মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মঙ্গলবারের আইসিটি বিষয়ের প্রশ্নে ভুলে ক্যারিয়ার শিক্ষা প্রশ্নের একাংশ ছাপা হয়ে যাওয়ায় বুধবারের (১৩ ফেব্রুয়ারি) এ পরীক্ষার জন্য ২ মার্চ পুনরায় সময় নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার আন্ত-শিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, নতুন প্রশ্ন তৈরি করে আগামী ২ মার্চ দুপুর ২টা থেকে ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা নেয়া হবে।
এর আগে আজ প্রশ্নপত্রে মুদ্রণ ভুলের কারণে যশোর বোর্ডের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা স্থগিত করা হয়। দেখা যায়, আইসিটি প্রশ্নের এক পাশে ক্যারিয়ার শিক্ষার প্রশ্ন ছাপা হয়ে গেছে।
সারা দেশে ক্যারিয়ার শিক্ষার পরীক্ষার্থী রয়েছে প্রায় ২৫ হাজারের মতো।