Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

বুধবারের এসএসসি ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা ২ মার্চ

এর আগে আজ প্রশ্নপত্রে মুদ্রণ ভুলের কারণে যশোর বোর্ডের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা স্থগিত করা হয়

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০২ পিএম

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় মঙ্গলবারের আইসিটি বিষয়ের প্রশ্নে ভুলে ক্যারিয়ার শিক্ষা প্রশ্নের একাংশ ছাপা হয়ে যাওয়ায় বুধবারের (১৩ ফেব্রুয়ারি) এ পরীক্ষার জন্য ২ মার্চ পুনরায় সময় নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার আন্ত-শিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক বলেন, নতুন প্রশ্ন তৈরি করে আগামী ২ মার্চ দুপুর ২টা থেকে ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা নেয়া হবে।

এর আগে আজ প্রশ্নপত্রে মুদ্রণ ভুলের কারণে যশোর বোর্ডের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা স্থগিত করা হয়। দেখা যায়, আইসিটি প্রশ্নের এক পাশে ক্যারিয়ার শিক্ষার প্রশ্ন ছাপা হয়ে গেছে।

সারা দেশে ক্যারিয়ার শিক্ষার পরীক্ষার্থী রয়েছে প্রায় ২৫ হাজারের মতো।

   

About

Popular Links

x