দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহা. আসাফ-উদ-দৌলা স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ প্রার্থীর কাছে পাঠানো হয়।
এ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাজমুল হুদার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই শোকজ করা হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল হক চৌধুরী ২৭ ডিসেম্বর দুপুরে দৌলতপুর বাজারে সাধারণ ভোটারদের মাঝে প্রকাশ্যে টাকাসহ লিফলেট বিতরণ করেন। এর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে রেজাউল হক চৌধুরীর মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি। ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।
রেজাউলের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও ছেলে ইমরান চৌধুরী কলিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, “নোটিশে কী বলা হয়েছে আমি এখনও জানি না।” এরপর তিনি ফোন কেটে দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, “সোমবার সকাল ১১টায় অনুসন্ধান কমিটির প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।”