Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্রমন্ত্রী: ইজতেমা ময়দানে উসকানিমূলক বক্তব্য দিলে ব্যবস্থা

ইজতেমা ময়দানে সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৮ পিএম

ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের বিভক্ত দুই পক্ষকে একে অপরের প্রতি উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরের টঙ্গীতে বিবাদমান দুই পক্ষের মুরব্বিদের নিয়ে ইজতেমার প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

মন্ত্রী বলেন, ‘‘ইজতেমা ময়দানে সাদা পোশাকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। যদি কেউ এ ধরনের মন্তব্য (উসকানিমূলক) করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’’

গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম, পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ায়ী, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ ও গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া, তাবলিগ জামাতের বিবাদমান দুই পক্ষ সভায় অংশ নেয়।

প্রসঙ্গত, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এক পর্বে চার দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষ দু'দিন করে ইজতেমা করবে।

   

About

Popular Links

x