পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী বলেছেন, মানুষ অসহায় হয়েই পুলিশের কাছে আসে। আপনারা হয়তো সব সমস্যার সমাধান করতে পারবেন না, কিন্তু মনযোগ দিয়ে তাদের কথা শুনুন। করণীয় সম্পর্কে তাদেরকে বুঝিয়ে বলুন। ভাল ব্যবহার করুন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন আইজিপি।
আইজিপি বলেন, থানায় এসে ভাল ব্যবহার পেলে মানুষ পুলিশ সম্পর্কে সন্তুষ্ট থাকবে। এতে করে পুলিশের ওপর জনগণের আস্থা বাড়বে।
তিনি আরও বলেন, ডিএমপি হচ্ছে পুলিশের আয়না। কোনও কিছুর প্রতিচ্ছবি যেমন আয়নায় দেখা যায় তেমনি পুলিশের আচরণ ডিএমপি'র মাধ্যমেই প্রকাশ পায়।