সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গড়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) ভোরের দিকে মধ্যনগর উপজেলার ২ নম্বর বংশীকুন্ডা ইউনিয়নের ভোটকেন্দ্রটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ভোটকেন্দ্রটি মধ্যনগর থানা থেকে ১৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত। যাতায়াত ব্যবস্থা হিসেবে শুধু মোটরসাইকেল ও নৌকা ব্যবহৃত হয়। এ ভোটকেন্দ্রটিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক চান মিয়া জানান, আগুনে প্রাক-প্রাথমিক কক্ষে থাকা কার্পেট আংশিক পুড়েছে। আগুনের ধোঁয়ায় দরজা জানালা কালো হয়ে গেছে। এর বাইরে বড় কোনো ক্ষতি হয়নি।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, ভোটকেন্দ্রটি দুর্গম এলাকায় অবস্থিত। মধ্যনগর থেকে যেতে বেশ সময় লাগে। ওই কেন্দ্রে পাহারাদার ছিল। ভোর ৪টার দিকে কেন্দ্রটিতে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। কেন্দ্রটির নিরাপত্তা জোরদার কর হয়েছে।