Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য আহত

বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:২১ এএম

যশোর-৩ আসনের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক আনসার সদস্য আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরুর আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। আহত আনসার সদস্যের নাম মারুফ হোসেন (এপিসি)।

স্থানীয়রা জানিয়েছেন, সকালে ভোট শুরুর আগে শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দ্বিতীয় তলায় ককটেল বিস্ফোরিত হয়। এ সময় সেটি ভোটকেন্দ্রে দায়িত্বে থাকা মারুফ হোসেনের ডান পায়ে লাগে। এতে তিনি আহত হন। আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার আব্দুর রহিম। বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহিত কুমার নাথ ঈগল প্রতীক, জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু লাঙ্গলসহ আট জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যশোর-৩ (সদর) আসনে ১৮৯টি ভোটকেন্দ্রে ১,৩১৫টি কক্ষে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে পুরুষ কক্ষ ৬৩০টি ও মহিলা কক্ষ ৬৮৫টি। এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৯৩৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ৯২ হাজার ৯৪৭ জন। মহিলা ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯৮৪ জন, ট্রান্সজেন্ডার ভোটার ছয়জন।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২

About

Popular Links