Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে কর্তব্যরত সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

সকালের নাস্তা শেষে কেন্দ্রে ফেরার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০২ পিএম

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গাজীপুরে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকালে কেন্দ্রের বাইরে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল করিম গাজীপুর মহানগরের বোর্ড বাজার উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা হেলাল মিয়া বলেন, ‍“সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল করিম শনিবার (৬ জানুয়ারি) রাতেই কেন্দ্রে যোগদান করেন। রাত ১২টা পর্যন্ত তিনি কেন্দ্রে অবস্থান করেছেন। পরে বোর্ড বাজার এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। রবিবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে খাবারের জন্য কেন্দ্রের বাইরে যান। ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন।”

আব্দুল করিম কালিগঞ্জ উপজেলার পুটান গ্রামের বাসিন্দা। একই উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ছিলেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাছা থানার কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাসরিন আক্তার বলেন, “হৃদরোগে আক্রান্ত হলে আব্দুল করিমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

টাইমলাইন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
০৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:২৬
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:১৯
০৭ জানুয়ারি ২০২৪, ২২:১৭
০৭ জানুয়ারি ২০২৪, ২২:০৫
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫৮
০৭ জানুয়ারি ২০২৪, ২১:৫২
০৭ জানুয়ারি ২০২৪, ২১:১২
   

About

Popular Links

x