দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা।
রবিবার (৭ জানুয়ারি) বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। ভোটকেন্দ্রটি ঢাকা-১৭ নির্বাচনি এলাকার মধ্যে পড়েছে।
এসময় শেখ রেহানার সঙ্গে তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং সংশ্লিষ্ট আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে, সকালে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিককে নিয়ে ভোট কেন্দ্রে পৌঁছান। এসময় ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ তাদের স্বাগত জানান।
ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, “জনগণ যাকে খুশি ভোট দিক। কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু হয় এটাই আমরা চাই। আমরা জনগণের সবরকম সহযোগিতা চাই।”