প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর হিসেবে জার্মানির মিউনিখে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন । বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন তিনি।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি জার্মান স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবে। সেখানে কয়েকটি বৈঠকের কথা রয়েছে। এছাড়াও দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও হেলথ ক্যাম্পেইনারদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
দেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাত সফরের কথা রয়েছে তার। এসময় দেশটিতে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তিনি বলেও জানা গেছে।