Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বনানীতে স্বজনদের কবরে শেখ হাসিনার শ্রদ্ধা

ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮ এএম

সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫-এর ১৫ আগস্টে নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা।  

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে স্বজনদের কবর জিয়ারত ও মোনাজাত করেন তিনি। সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পরিদর্শন করেন ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

   

About

Popular Links

x