Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

শেখ হাসিনাকে পুতিনের অভিনন্দন

পুনরায় সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম

পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে পুতিন বলেছেন, ‍“রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে।”

চিঠিতে পুতিন বলেন, “আশা করি, সরকারপ্রধান হিসেবে আপনার (শেখ হাসিনা) কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন ভ্লাদিমির পুতিন।

৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রিসভা গঠন করে টানা চতুর্থবার সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা।

About

Popular Links