Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেশে আরও ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত

তবে এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। 

শুক্রবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮.৭০% বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মহামারির শুরু থেকে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৪৬ হাজার ৯৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৯,৪৮১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯১টি। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৯ এবং মৃত্যুর হার ১.৪৪%।

   

About

Popular Links

x