Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

সুনামগঞ্জে মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে সংঘর্ষে আহত ২৫

স্থানীয় মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে দুই আওয়ামী লীগ নেতার কথা কাটাকাটি হয়। পরে তাদের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের ফুটবল মাঠে সংঘর্ষে জড়ায়

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুরে ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

এরমধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জনকে আটকও করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর নোয়াগাঁও ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের তারিখ নির্ধারণ করা নিয়ে ওই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা শাহ জামান উল্লা মুক্তারের সঙ্গে একই গ্রামের আরেক আওয়ামী লীগ নেতা ইজাজ মিয়ার কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের ফুটবল খেলার মাঠে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আওলাদ তালুকদার মুগ্ধ জানান, আহতদের মধ্যে রয়েছেন, আব্দুল ওয়াকিদ, আলী হোসেন, হালিম মিয়া, আব্দুল হাদি ও শাহিন মিয়া। তাদের সিলেট মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ১০ জনকে আটক করেছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x