Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

এক দিনে ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত, ডেঙ্গুতে আক্রান্ত ২২ জন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যায়নি

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম

বিশ্বের বিভিন্ন দেশে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের প্রকোপ। একই অবস্থা বাংলাদেশেও। গত ডিসেম্বর থেকেই দেশে বাড়তে শুরু করেছে ভাইরাসটির সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬.৪৮%। তবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যায়নি।

শনিবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১১টি।

স্বাস্থ্য অধিদ্প্তরের তথ্য বলছে, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জনের। মোট শনাক্ত ২০ লাখ ৪৬ হাজার ৯৬৩ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের হার ১৩.০৯% এবং মৃত্যুর হার ১.৪৪%।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশেও ২২ জনের শরীরে ডেঙ্গু ধরা পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯৮১ জন।তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যায়নি। এ বছর দেশে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১৪।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে ৫০ জন এবং বাকি ৮৫ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ডেঙ্গু রোগী ছাড়া পেয়েছেন ৮৩২ জন।

   

About

Popular Links

x