Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

বৃষ্টির মধ্যেই দ্বিতীয় দফায় ইজতেমা শুরু

রোববার সকাল সোয়া ছয়টা থেকে বয়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে ভোগান্তিতে পড়ে মুসল্লিরা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৪১ পিএম

মাওলানা সাদপন্থীদের আয়োজনে দ্বিতীয় দফায় শুরু হয়েছে বিশ্ব ইজতেমা । রোববার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ছয়টা থেকে ভারতের মাওলানা ইকবাল হাফিজের আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। এদিকে বয়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে ভোগান্তিতে পড়ে মুসল্লিরা।

এর আগে গতকাল শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জোবায়েরপন্থীদের দুদিনব্যাপী বিশ্ব ইজতেমা।দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারকের সিদ্ধান্ত অনুযায়ী চার দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম দুদিন জোবায়েরপন্থী এবং শেষ দুদিন নির্ধারণ করা হয় সাদপন্থীদের জন্য।

গাজীপুরের জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর জানান, “গতকাল মধ্য রাতের মধ্যেই জোবায়েরপন্থীরা মাঠ খালি করে দেওয়ার পর প্রশাসন ইজতেমা ময়দানটি নিয়ন্ত্রণে নিয়ে আসে, পরবর্তীতে সাদপন্থীদের কাছে বুঝিয়ে দেয়।”

About

Popular Links