Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাজেকে আগুন, পুড়ে গেছে কংলাক পাহাড়ের রিসোর্ট-দোকান

বৃহস্পতিবার মধ্যরাতে সাজেকের ‘মেঘছোঁয়া’ নামের  রিসোর্ট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৫ এএম

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক কংলাক পাহাড়ে অগ্নিকান্ডে দুটি রিসোর্ট, দুটি বাড়ি ও দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। অগ্নিকান্ডের সময় সেখানে থাকা পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সাজেকের মেঘছোঁয়া রিসোর্টে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশের রিসোর্ট, দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল। তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সাজেকের “মেঘছোঁয়া” নামের  রিসোর্ট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং মুহূর্তেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, সাজেকে মেঘছোঁয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভুবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়। সেখান থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

   

About

Popular Links

x