Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

উপজেলা নির্বাচনে বড় দলগুলো অংশ না নেয়ায় হতাশ সিইসি

'আমরা সবসময় চাই, নির্বাচন প্রতিযোগিতামূলক হোক'

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০৩ পিএম

আসন্ন উপজেলা নির্বাচনে বড় বড় রাজনৈতিক দলগুলোর অংশ না নেয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "অনেকগুলো বড় বড় রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি আমাদের কাছে অত্যন্ত হতাশাজনক বিষয়। কারণ আমরা সবসময় চাই, নির্বাচন প্রতিযোগিতামূলক হবে।"

"তবে এতে কোনো সন্দেহ নেই যে, উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। কারণ অনেক যোগ্য লোক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন," যোগ করেন তিনি।

নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের আচরণবিধি পালনে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে সিইসি বলেন, "যারাই নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

এসময় নির্বাচনের সময় দায়িত্ব পালনকালে নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পোলিং এজেন্টদের নির্বাচন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করেন সিইসি। নির্বাচনের দিন দায়িত্ব পালন করার পর বাড়ি ফেরার সময় এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, আগামী ১০ মার্চ প্রথম পর্যায়ে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের অধীনে ১২ টি জেলায় ৮৭ টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ দ্বিতীয়, ২৪ মার্চ তৃতীয়, ৩১ মার্চ চতুর্থ এবং ১৮ জুন পঞ্চম পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

   

About

Popular Links

x