Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

২০২৩ সালে ২৭,৬২৪টি অগ্নি দুর্ঘটনায় ১০২ জনের মৃত্যু

বৈদ্যুতিক শর্ট সার্কিট, জ্বলন্ত সিগারেট, চুলা ও গ্যাসের পাইপলাইনের ফুটো থেকে বেশিরভাগ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮ পিএম

দেশে ২০২৩ সালে ২৭,৬২৪টি অগ্নিকাণ্ডের ঘটনায় ১০২ জন নিহত ও ২৮১ জন অগ্নিদগ্ধ হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি)।

নিহতদের মধ্যে ৭৩ জন পুরুষ ও ২৯ জন নারী। অর্থাৎ দিনে গড়ে ৭৭টি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট, জ্বলন্ত সিগারেট, চুলা ও গ্যাসের পাইপলাইনের ফুটো থেকে বেশিরভাগ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিডিয়া সেলের স্টেশন অফিসার তালহা বিন জাশিম জানান, অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৭৯২,৩৬,৮২,০১৪ টাকা।

তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় ৪৮ জন দমকলকর্মী আহত হয়েছেন ও একজন মারা গেছেন।

তথ্য বলছে, অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ৯,৮১৩টি ঘটেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। যা মোট দুর্ঘটনার ৩৫.৫২%।

এছাড়া সিগারেটের আগুন থেকে ৪,১১৭টি (১৫.১১%), চুলার আগুন থেকে ৯২৩টি (৩.৩৪%), ও আগুনের অন্যান্য ঘটনা থেকে ৭৭০টি (২.৭%) দুর্ঘটনা ঘটেছে।

অপরদিকে গ্যাস পাইপলাইন লিকেজ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং বয়লার বিস্ফোরণ থেকে ১২৪ (০.৪৫%) ও পটকা বিস্ফোরণের কারণে ৮৭টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এরমধ্যে মার্চে ৩,৩৩৪টি, এপ্রিলে ৩,১৪১টি, মে মাসে ৩,২৩৫টি, জানুয়ারিতে ২,৬৪৬টি, ফেব্রুয়ারিতে ২,৭১৩টি ও জুনে ২,৪৫০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

About

Popular Links