Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

মিয়ানমারের ছোড়া গোলার আঘাতে বাংলাদেশি নারীসহ দুইজনের মৃত্যু

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫০ পিএম

মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া মর্টারশেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের একটি বাড়িতে বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় এক বাংলাদেশি নারী ও রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জলপাইতলী সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

নিহতরা হলেন- ঘুমধুমের জলপায়তলী সীমান্তের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা (৫০) ও অপরজন তাদের বাড়ির কাজের লোক এক রোহিঙ্গা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ঢাকা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার শফিকুল ইসলাম।

নিহত রোহিঙ্গা/ঢাকা ট্রিবিউন

স্থানীয়রা জানিয়েছেন, তুমব্রু সীমান্তের ওপার থেকে এক‌টি মর্টারসেল বাড়িতে পড়লে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। র‍্যাব ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

নাইক্ষ‌্যংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান এ বিষয়ে ঢাকা ট্রিবিউনকে ব‌লেন, “দুইজন মারা গে‌ছেন। তাদের একজন নারী ও একজন রো‌হিঙ্গা পুরুষ। ঘটনাস্থ‌লে পু‌লিশ কাজ কর‌ছে।”

   

About

Popular Links

x