মিয়ানমারের হেলিকপ্টার থেকে ছোড়া মর্টারশেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের একটি বাড়িতে বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় এক বাংলাদেশি নারী ও রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জলপাইতলী সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।
নিহতরা হলেন- ঘুমধুমের জলপায়তলী সীমান্তের বাদশা মিয়ার স্ত্রী হোসনে আরা (৫০) ও অপরজন তাদের বাড়ির কাজের লোক এক রোহিঙ্গা। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ঢাকা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার শফিকুল ইসলাম।
স্থানীয়রা জানিয়েছেন, তুমব্রু সীমান্তের ওপার থেকে একটি মর্টারসেল বাড়িতে পড়লে বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। র্যাব ও পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান এ বিষয়ে ঢাকা ট্রিবিউনকে বলেন, “দুইজন মারা গেছেন। তাদের একজন নারী ও একজন রোহিঙ্গা পুরুষ। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।”