Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

চকরিয়ায় বাস-কভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ৩

এতে ১১ জনের আহত হওয়ার কথা বললেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৮ পিএম

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ওষুধবাহী কর্ভাড ভ্যানের মধ্যে সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চকরিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় দুই গাড়ীর চালক এবং বাসের এক নারী যাত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, “সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে চট্টগ্রামগামী ঈগল পরিবহন সার্ভিসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা স্কয়ার কোম্পানির ওষুধবাহী কভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের খাদে পড়ে যাওয়ার পাশাপাশি গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়।”

তিনি বলেন, “নিহতদের লাশ চিরিঙ্গা হাইওয়ে থানায় রয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক জানিয়েছেন, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।”

About

Popular Links