Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইনমন্ত্রী: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে দেশে আইন হচ্ছে

সময়ের প্রয়োজনে এই আইন প্রণয়ণের উদ্যোগের কথা জানিয়েছেন আইনমন্ত্রী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) নিয়ে দেশে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অভিবাসীদের সংগঠন “সেন্টার ফর এনআরবি”র সঙ্গে বৈঠকে আইনমন্ত্রী এ উদ্যোগের জানান।

আইনমন্ত্রী বলেন, “আইন প্রণয়নের ক্ষেত্রে অংশীজনদের সঙ্গে বৈঠকে নন রেসিডেন্ট বাংলাদেশিরাও (এনআরবি) যাতে ভাচুর্য়ালি অংশ নিয়ে তাদের মতামত জানাতে পারেন, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

আনিসুল হক বলেন, “সময়ের চাহিদার কারণে সরকার ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পাশাপাশি ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন’ প্রণয়ন করেছে। ভাচুর্য়াল আদালত প্রতিষ্ঠা করেছে। ব্রিটিশ আমলের সাক্ষ্য আইন যুগোপযোগী করেছে।”

তিনি বলেন, “এখন দেশি-বিদেশি সব শ্রেণি, পেশার মানুষ সরকারের এসব কর্মকাণ্ডের সুফল পাচ্ছেন।”

বাংলাদেশের অগ্রগতির পেছনে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তার দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

   

About

Popular Links

x