Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-জামালপুর ট্রেন চলাচল বন্ধ

ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম

জামালপুরে লোকাল ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-জামালপুর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পিয়ারপুর রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ের স্টেশনমাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৬ ডাউন লোকাল ট্রেনটি সদর উপজেলার পিয়ারপুর স্টেশনে যাওয়ার সময় স্টেশনের প্রায় ১৫০ গজ পূর্বে লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিন ও ইঞ্জিনের পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বন্ধ রয়েছে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল।

তিনি আরও জানান, এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ময়মনসিংহ স্টেশনে আটকা পড়েছে। দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে। লোকাল ট্রেনটি উদ্ধার করার পর স্বাভাবিক হবে ট্রেন চলাচল।

   

About

Popular Links

x