Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

মঙ্গলবার রাত ১০ টার দিকে  কু‌ড়িগ্রাম-রংপুর মহাসড়‌কে ঘটা এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২১ এএম

লালমনিরহাটের বড়বাড়ী এলাকায় কু‌ড়িগ্রাম-রংপুর মহাসড়‌কে নৈশ কোচ ও থ্রি হুইলা‌রের সংঘ‌র্ষে ৫ জন নিহত ও ৭ যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়া‌রি) রাত ১০ টার দিকে বড়বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। আহত ৭ ব্যক্তিকে কুড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে ব‌লে হাসপাতাল সূ‌ত্রে জানা গে‌ছে।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম ও সিভিল সার্জন ডা: আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, কুড়িগ্রাম থেকে ছে‌ড়ে যাওয়া ঢাকাগামী হিমেল পরিবহনের সাথে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহত ৯ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দুইজনের মৃত্যু হয়। আহত অপর ৭ ব্যক্তির ম‌ধ্যে দুই জ‌নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তা‌দের রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে ব‌লে হাসপাতা‌লের জরুরি বিভাগ সূ‌ত্রে জানা গে‌ছে।

নিহতদের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায়। কিন্তু তাদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

About

Popular Links