Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

ট্রেনে পাথর ছুড়ে আটক ছয় বছরের শিশু, মুচলেকায় মুক্তি

  • খুলনার দৌলতপুর নয়াবাটি এলাকায় ঘটেছে এ ঘটনা
  • অভিযুক্ত শিশুটি বাবা-মায়ের সঙ্গে রেলওয়ে বস্তিতে থাকে
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৪ এএম

রেলওয়ে খুলনার দৌলতপুর নয়াবাটি এলাকায় “নকশী কাঁথা” ট্রেনে পাথর ছোড়ার দায়ে এক শিশুকে আটকের পর মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দিয়েছে পুলিশ। ছয় বছর বয়সী শিশুটি বাবা-মায়ের সঙ্গে রেলওয়ে বস্তিতে থাকে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নয়াবাটি স্টেশনে থামলে পাথর ছোড়ে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন (২৮ ফেব্রুয়ারি) শিশুটিকে আটক করা হয়।

জানা গেছে, পাথরের আঘাতে ট্রেনের একটি গ্লাস ভেঙে যায়। এ বিষয়ে তৎপর হয় রেলওয়ে পুলিশ। সাঁড়াশি অভিযানে শনাক্ত হয় অভিযুক্ত।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার মো. রবিউল হাসান ঢাকা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পাথর নিক্ষেপে অভিযুক্ত শিশু হওয়ায় তাকে এবং তার বাবা-মাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পাথর মুচলেকা নিয়ে তার বাবার জিম্মায় দেওয়া হয়। শিশুটির বাবার বিরুদ্ধে নন-এফআইআর প্রসিউকিশন দাখিল করা হয়েছে।

About

Popular Links