মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে কমিউটার ট্রেনের ধাক্কায় তিন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার।
রবিবার (৩ মার্চ) রাতে কুয়ালালামপুরের কাছে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড পাহাড়ে এ দুর্ঘটনা ঘটে।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী পরিচালক আহমেদ মুখলিস মুখতার বলেন, “রাত ১০টা ৫৩ মিনিটে জরুরি ফোন পেয়ে কাজাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত বাংলাদেশিরা রেলওয়ে ট্র্যাকে অনুপ্রবেশ করেছিলেন।”
তিনি আরও বলেন, “নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তারা সবাই ঘটনাস্থলেই মারা যান। তবে পুরোপুরি ট্রেনের নিচে কাটা পড়েননি। ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে রেললাইনের পাশে পড়ে ছিল তাদের দেহ।”