Friday, March 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

গুলশানে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন একটি ২০ তলা ভবনে কাজ করছিলেন তিনি

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:২২ এএম

ঢাকার গুলশান-২ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে ক্রেনসহ নিচে পড়ে রশিদুল ইসলাম (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

মৃত রশিদুল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। তিনি ক্রেনের পরিচালক ছিলেন।

তাকে হাসপাতালে আনা সহকর্মী রাকিব মিয়া জানান, গুলশানে বোরাক রিয়েল স্টেটের অ্যাপ্র পলিশ প্রকল্পের নির্মাণাধীন ২০ তলা ভবনে কাজ করছিলেন তিনি। এ সময় ক্রেন দিয়ে নিচ থেকে সিমেন্ট তোলার সময় ক্রেনসহ নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট গুলশান থানাকে অবগত করা হয়েছে।

   

About

Popular Links

x