Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

কাদের সিদ্দিকী: যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশকে ঝেটিয়ে বিদায় করা উচিত

তিনি বলেন, ‘দেশের মানুষ বরই খেয়ে ইফতার করবে আর বিত্তশালীরা খেজুর খাবে-মুরগি খাবে এটা অবিচার’

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৪:২৮ পিএম

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, “সরকার ভালো চলছে না। কারও কোনো দায়িত্ববোধ নেই। যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশ লোককে ঝেটিয়ে বিদায় করে দেওয়া উচিত।”

বুধবার (৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে মারধরের শিকার নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, “দেশের মানুষ বরই খেয়ে ইফতার করবে আর বিত্তশালীরা খেজুর খাবে-মুরগি খাবে। এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগণের সক্রিয়তা দরকার। জনগণ সত্যিকার অর্থে হতাশ হয়ে পড়েছে। আমরা জনগণকে উৎসাহিত করতে পারিনি।”

গত শনিবার টাঙ্গাইলের সখীপুরে বিদ্যালয়ে মেয়েকে গালিগালাজের বিচার চাইতে যাওয়া এক নারীকে মারধর করেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা। এক সহযোগীকে সঙ্গে নিয়ে চেয়ারম্যানের মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়।

মারধরের শিকার ওই নারীকে দেখতে যাওয়ার আগে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন কাদের সিদ্দিকী।

   

About

Popular Links

x