রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকশ করে সরকারকে অবিলম্বে এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।
বৃহস্পতিবার এক শোক বার্তায় সংসদের বিরোধী দলের নেতা এরশাদ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানিয়েছেন বলে ইউএনবির একটি খবরে বলা হয়েছে।
পাশাপাশি বর্তমান অগ্নিনির্বাপণ পদ্ধতির সক্ষমতকে যথাযথভাবে মূল্যায়ন করে আরও যুগোপযোগী করার তাগিদ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
প্রসঙ্গত, চকবাজারের একটি রাসায়ক গুদামে বুধবার রাতের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খাবর পাওয়া পর্যন্ত ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।