Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢামেক হাসপাতালের সাত তলা থেকে রোগীর ‘লাফ’

তিন দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগে ভর্তি করা হয়

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:১৭ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন এক রোগী।

সোমবার (১১ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। জহিরুল ইসলাম (২৭) নামের ওই রোগী বর্তমানে একই হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তার কোমর ও পায়ের হাড় ভেঙে গেছে।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ওই রোগী ভবনটির সপ্তম তলা থেকে লাফ দিয়ে চতুর্থ তলার কার্নিশে আটকে যান। আশপাশের লোকজনের চিৎকার শুনে হাসপতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে উদ্ধার করেন।

আহত জহিরুল ইসলামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।

তার ভগ্নিপতি নিলয় বাবু বলেন, “জহিরুল একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। হঠাৎ তার বিভিন্ন সমস্যা দেখা দেয়। মাঝে মধ্যে এলোমেলো কথা বলে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে গত তিন দিন আগে তাকে ঢামেক হাসপাতালে নিউরো মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সে সেখানেই চিকিৎসাধীন ছিল। তার সঙ্গে ছিলেন মা জোসনা বেগম। রাত আনুমানিক ১১টার দিকে তার মা ওয়াশরুমে যান। ওই ফাঁকে জহিরুল হাসপাতালের পেছনের দিকে জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়েন। বর্তমানে তিনি নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন।”

   

About

Popular Links

x