Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে একজনের মৃত্যু

নিহত মনিরুল ইসলাম একটি পোশাক কারখানার সিনিয়র কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৭:৫৩ পিএম

ঢাকার খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মো. মনিরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি একটি পোশাক কারখানার সিনিয়র কাটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার( ১৪ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে খিদমাহ হাসপাতালের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত মো. মনিরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা। পরিবার নিয়ে ঢাকার রামপুরায় থাকতেন।

নিহতের ছেলে সাব্বির হোসেন ঢাকা ট্রিবিউনকে বলেন, “আমার বাবা ট্রেনে করে গাজীপুর থেকে কমলাপুর আসছিলেন। খিলগাঁও এলাকায় আসার পর চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে তিনি ট্রেনে কাটা পড়েন। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কমলাপুর রেলওয়ে থানা পুলিশকে জানিয়েছি।”

   

About

Popular Links

x