ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ কোটি টাকা মূল্যের ৪০ পিস স্বর্ণের বারসহ বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের গাড়িচালকসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
শনিবার (১৬ মার্চ ) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ জিয়াউল হক।
আটকরা হলেন- নভোএয়ারের গাড়ি চালক মো হেলাল (৫১) ও রিসিভার কামাল হোসেন (২৯)।
মোহাম্মদ জিয়াউল হক বলেন, “বিকেল ৩টায় বিমানবন্দরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে ৪.৬৪০ কেজি ওজনের স্বর্ণসহ দুজনকে আটক করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।”
তিনি বলেন, “এ দুজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”