বারবার অভিযান পরিচালনা করার পরেও এখনো পুরান ঢাকায় রাসায়নিকের গুদাম থাকা দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর জন্য সংশ্লিষ্ট সবার সম্পূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হয়। পাশাপাশি আহত হয় অনেকে। সেদিন সারা রাত জেগে থেকে অগ্নিকাণ্ডের প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন শেখ হাসিনা। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।