রাজধানীর চকবাজারের চুড়িহাট্টার আগুন নেভানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের কাজ ব্যাহত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন দগ্ধদের দেখতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, 'আমাদের জানতে হবে কখন কী প্রশ্ন করা যায়। যখন অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোয় ব্যস্ত, তখন যদি তাদের প্রশ্ন করা হয়, তাহলে তারা কীভাবে কাজ করবেন?'
এ সময় আগুন ও তাতে দগ্ধদের ছবি তোলার বিষয়ে সংবাদকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের আরও বেশি সচেতন হতে হবে। যাতে আতঙ্ক ছড়িয়ে না পড়ে।'
গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হয়। পাশাপাশি আহত হয় অনেকে। সেদিন সারা রাত জেগে থেকে অগ্নিকাণ্ডের প্রতি মুহূর্তের খোঁজ-খবর নেন শেখ হাসিনা। এ ছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন তিনি।