Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

মহাখালীতে বস্তির আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সঙ্গে সেনাবাহিনীর একটি দলও আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৮:১১ পিএম

রাজধানীর মহাখালীতে টিঅ্যান্ডটি বয়েজ স্কুল রোডে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রবিবার (২৪ মার্চ) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম।

তিনি বলেন, “রবিবার বিকেল ৪টা ৫ মিনিটে বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।”

তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।”

এর আগে, গত বছরের ২৩ ফেব্রুয়ারি বিকেলে একই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

   

About

Popular Links

x