Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

নিঝুম দ্বীপের পুকুরে এত ইলিশ আসছে কীভাবে?

বুধবারও উপজেলার একটি পুকুরে মিলেছে ১০ কেজি ইলিশ

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৩:৪৬ পিএম

ইলিশ গভীর সমুদ্রের মাছ। ডিম পাড়ার সময় কয়েকটি বড় নদীতে আগমন ঘটে ইলিশ মাছের। তবে মাঝে মধ্যে নদী অববাহিকার পুকুরেও দু-একটি ইলিশ পাওয়ার ঘটনা ঘটেছে। যেসব ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপের পুকুরে প্রায়ই ইলিশ মাছ ধরা পড়ার খবর পাওয়া যাচ্ছে।

বুধবারও (২৭ মার্চ) উপজেলার একটি পুকুরে বিভিন্ন সাইজের প্রায় ১০ কেজি ইলিশ মাছ ধরা পড়েছে। বিষয়টি বেশ আলোচনা চলছে। অনেকের মনেই প্রশ্ন উঠেছে নিঝুম দ্বীপের পুকুরে এত ইলিশ আসছে কীভাবে? এটি কী স্বাভাবিক ঘটনা?

তবে মৎস্য বিভাগ বলছে, এটি স্বাভাবিক ঘটনা। জোয়ারের পানির সঙ্গে দ্বীপের পুকুরগুলোতে ইলিশ ঢুকে পড়েছে। আর নামে ইলিশ হলেও পুকুরে ঢুকে পড়া এসব ইলিশের স্বাদ সাগরের ইলিশের মতো নয়।

 মৎস্য কর্মকর্তারা বলছেন, আবদ্ধ মিঠা পানিতে বড় হওয়ায় এসব ইলিশের গুণাগুণ কমে গেছে।

বুধবার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুগান্তর কিল্লা এলাকার একটি পুকুরে জাল ফেলে প্রায় ১০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। গত বছরও নিঝুম দ্বীপের পুকুরে ইলিশ মাছ পাওয়া গিয়েছিল।

স্থানীয়রা জানান, দুই দিন আগে যুগান্তর কিল্লা ‍গুচ্ছগ্রামের একটি পুকুর সেচ দেওয়া শুরু করেন ইজারাদার আবদুল মান্নান। পানি কমে এলে বুধবার সকালের দিকে তিনি জালের সাহায্যে মাছ ধরা শুরু করেন। জাল উপরে তুলতেই দেখা যায় বেশ কয়েকটি ইলিশ মাছ। জালে ধরা পড়া একেকটি মাছের ওজন প্রায় ৫০০-৬০০ গ্রাম।

এ বিষয়ে নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফছার সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “অধিক জোয়ারের সময় নিঝুম দ্বীপের বেশির ভাগ অংশই প্লাবিত হয়। এতে দ্বীপের পুকুর, ডোবা, মাছের খামারসহ সব কিছু ভেসে যায়। ওই সময় নদী থেকে ইলিশ মাছ পুকুরে ঢুকতে পারে। আবদুল মান্নান নামের ওই ব্যক্তি গত বছরও তার পুকুরে ইলিশ মাছ পেয়েছিলেন।”

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, “নিঝুম দ্বীপের পুকুরগুলো যেহেতু জোয়ারের পানিতে প্লাবিত হয়, সেহেতু জোয়ারের পানির সঙ্গে ইলিশ পুকুরে ঢুকে পড়ে এবং কিছু কিছু ইলিশ পরবর্তীতে পুকুরে আটকা পড়তে পারে। তবে এসব ইলিশগুলো দীর্ঘদিন ধরে মিঠা পানিতে আটকা থাকার কারণে দেখতে ইলিশের মতো হলেও ইলিশের গুণাগুণ হারিয়ে ফেলে।”

About

Popular Links