Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি

মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-ঘোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীর গতিতে চলাচল করছে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৪:০১ পিএম

ঈদ-উল-ফিতরের আর মাত্র এক কার্যদিবস বাকি থাকায় অনেকেই ঢাকা থেকে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ফলে যানবাহন চলছে কোথাও ধীরগতিতে আবার কোথাও হালকা যানজট লেগে থাকছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত থেকেই মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটারজুড়ে চট্টগ্রামমুখী লেনে যানবাহনের চাপ বাড়তে শুরু করে। যা শুক্রবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত অব্যাহত রয়েছে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, “যানবাহনের অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-ঘোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীর গতিতে চলাচল করছে।”

তিনি জানান, ঈদকে সামনে রেখে স্বাভাবিক নিয়মেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এদিকে মেঘনা-গোমতী সেতুর পাড় হয়ে কুমিল্লা অংশে মহাসড়কের কিছু অংশ সরু হওয়ার কারণে সেখানে যানবাহনের জটলা দেখা দিয়েছে। ফলে মহাসড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। একই কারণে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশেও ১৩ কিলোমিটার যানবাহন ধীর গতিতে চলাচল করছে।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই অংশে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসতে শুরু করেছে বলে তিনি জানান।

About

Popular Links