Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

নিয়ন্ত্রণ হারিয়ে রেলসেতুর পিলারে ধাক্কা, রূপসায় সারবোঝাই কার্গোডুবি

খবর পেয়ে ঘটনাস্থলে তল্লাশি অভিযান শুরু করেছে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্ট গার্ডের পৃথক তিনটি দল

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০২:৩৭ পিএম

খুলনার রূপসা নদীর ওপর নির্মিত রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো ডুবে গেছে। এ ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন।

রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুইজন হলেন- জাহাজের বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত।

ঢাকা ট্রিবিউনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ।

জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে তল্লাশি অভিযান শুরু করেছে নৌ পুলিশ, রূপসা থানা পুলিশ ও কোস্ট গার্ডের পৃথক তিনটি দল। নদীতে জোয়ার থাকায় কার্গোটির অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। নিখোঁজ দুইজনের সন্ধানও মেলেনি।

কার্গোর ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, “ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। জাহাজে ১৩ জন ছিলাম। ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত নিখোঁজ হন।”

“টিএলএন-১” কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, “জাহাজটি মংলা বন্দরের হারবাড়িয়া থেকে ১,১৪০ টন টিএসপি সার নিয়ে নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রেলসেতুর পিলারে ধাক্কা লাগে। এতে জাহাজটি ডুবে যায়।”

About

Popular Links