Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

বগুড়ার শাপলা মার্কেটে আগুন, পুড়ে ছাই ১৫ দোকান

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:৩০ পিএম

বগুড়া শহরের শাপলা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) সকালে শহরের স্টেশন রোডের এই মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সময় ধোঁয়ায় মুরতাজ মিয়া নামে এক ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়েন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রবিবার সকাল ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের পাঁচটি, শাজাহানপুর ও কাহালুর দুটি করে মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটটিতে কাপড়ের দোকান ছাড়াও ছাপাখানা, কম্পিউটার, লন্ড্রি ও সেলাই কারখানা রয়েছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে ১৫ দোকানের মালামাল, নগদ টাকাসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। ঈদের আগে অনেক পোশাক আনা হয়। এ আগুনে তারা সর্বস্বান্ত হয়ে গেছেন।

মাসুদ নামে এক ব্যবসায়ী ঢাকা ট্রিবিউনকে জানান, আগুনে তার দোকানের প্রায় ১৪ লাখ টাকা মূল্যের প্যান্ট ও গেঞ্জি পুড়ে গেছে।

আল আমিন নামে এক কম্পিউটার ব্যবসায়ী জানান, তার দোকানে চারটি কম্পিউটারসহ চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মঞ্জিল হক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ১৫টি দোকানের মধ্যে তিনটি দোকানের বেশি ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা দেড় কোটি টাকার ক্ষতি দাবি করছেন। তবে তদন্ত ছাড়া আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

About

Popular Links