Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল

সোমবার রাজধানীর নয়া পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে প্যানেল এ ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:০২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাজধানীর নয়া পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে প্যানেল ঘোষণা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করে সংগঠনটি।

ছাত্রদলের পক্ষ থেকে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে আনিসুর খন্দকার অনিক এবং সহকারী সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন খোরশেদ আলম সোহেল।

ছাত্রদল ঘোষিত ডাকসু’র পূর্ণাঙ্গ প্যানেলে মনোনীত হয়েছেন: সহ-সভাপতি (ভিপি) পদে- মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) পদে- মো. আনিসুর রহমান খন্দকার অনিক, সহ-সাধারণ সম্পাদক (এজিএস)- খোরশেদ আলম সোহেল, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- জাফরুল হাসান নাদিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক- কানেতা ইয়ালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- আশরাফুল আলম উজ্জল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক- মনিরুজ্জামান মামুন, ছাত্র পরিবাহন বিষয়ক সম্পাদক- মাহফুজুর রহমান চৌধুরী, সমাজ সেবা সম্পাদক- তৌহিদুল ইসলাম, সদস্য- হাবিবুল বাশার, আরিফ হোসেন, ইকবাল হোসাইন, সাহাব উদ্দিন, মাহমুদুল হাসান, সাফায়াত হাসনাইন সাবিত, তানভীর আজাদী সাকিব, সুলতান মো. সালাউদ্দিন সিদ্দিক, শরীফুল, ইমাম আল নাসের মিশুক, আলমগীর হোসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ।

   

About

Popular Links

x